Political Science Short MCQ for Class 11
WBCHSE Class Eleven (XI) Political Science Short Question and MCQ with answers. For full marks in class 11 Political Science, follow this Short and MCQ question answer sets. These short and multiple choice question have been collected from previous years question papers as well as model papers published by the Council.
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান
শর্ট এবং এমসিকিউ মডেল সেট- ৩
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বহুবিকল্পধর্মী এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। বিগত বছরের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র এবং সংসদ প্রকাশিত নমুনা প্রশ্নপত্র থেকে প্রশ্নগুলি সংগ্রহ করা হয়েছে। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ।
বিভাগ-ক
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও। 1×24 = 24
[i] নেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ..... থেকে।
(a) Natio (b) Nato (c) Nat (d) National
উঃ (a) Natio
[ii] 'একজাতি; একরাষ্ট্র' - এই স্লোগানই হলো
উঃ (b) আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি।
[iii] 'জাতীয়তাবাদের রাজপথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়'- একথা বলেছেন
(a) জিমার্ন (b) রাসেল (c) উইলসন (d) লেনিন।
উঃ- (a) জিমার্ন।
[iv] রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছিলেন
(a) উগ্র জাতীয়তাবাদকে
(b) ফ্যাসিবাদকে
(c) নাৎসিবাদকে
(d)
আন্তর্জাতিকতাবাদকে।
[v] আইনের অনুশাসনকে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষাকবচ বলে বর্ণনা করেছেন
(a) ডাইসি (b) স্যাবাইন (c) মন্তেস্কু (d) গিলক্রিস্ট।
উঃ- (a) ডাইসি।
[vi] সিসেরো যে ধরণের সাম্যের প্রবক্তা ছিলেন তা হল-
(a) স্বাভাবিক সাম্য
(b) সামাজিক সাম্য
(c) আইনগত সাম্য
(d)
আন্তর্জাতিক সাম্য।
উঃ (a) স্বাভাবিক সাম্য।
(a) ভারতে (b) ব্রিটেনে (c) ফ্রান্সে (d) সুইজারল্যান্ডে।
উঃ (d) সুইজারল্যান্ডে।
[viii] একনায়কতন্ত্রের ধারণার ভিত্তি রচনা করেন-
(a) হেগেল (b) গ্রিন (c) রুশো (d) মিল।
উঃ (a) হেগেল।
(a) সামাজিক (b) পৌর (c) রাজনৈতিক (d) অর্থনৈতিক।
উঃ (c) রাজনৈতিক।
(a) হতে পারে (b) হতে পারে না।
উত্তর- (d) জম্মু-কাশ্মীর [মনে রাখতে হবে, বর্তমানে কোনো অঙ্গরাজ্যের নিজস্ব সংবিধান নেই।]
[xiii] ভারতের সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হল
উঃ (a) তৃতীয়।
(a) কানাডা (b) ব্রিটেন (c) মার্কিন যুক্তরাষ্ট্র (d) আয়ারল্যান্ড।
উঃ- (d) আয়ারল্যান্ড।
[xv] ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণী বিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয়
(a) নির্বাচন কমিশন (b) পার্লামেন্ট (c) প্রধানমন্ত্রী (d) সুপ্রিম কোর্ট।
উঃ (a) নির্বাচন কমিশন।
(a) বহুজন সমাজবাদী পার্টি
(b) ভারতের কমিউনিস্ট পার্টি
(d) ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস
উঃ (d) ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস।
(a) ১৯৮৫ (b) ১৯৯০ (c) ১৯৯৫ (d) ২০০০ সালে।
উঃ (a) ১৯৮৫ সালে।
(a) একদলীয় (b) দ্বিদলীয় (c) ত্রিদলীয় (d) বহুদলীয়।
উঃ (d) বহুদলীয়।
(a) মহারাষ্ট্রে (b) কেরলে (c) তামিলনাডুতে (d) পাঞ্জাবে।
উঃ (b) কেরলে।
(a) গিলক্রিস্ট (b) গেটেল (c) বার্কার (d) নিউম্যান।
উঃ (d) নিউম্যান।
(a) ২২৬ (b) ৩২৬ (c) ৩২৮ (d) ৩৩২
উঃ (b) ৩২৬ নং ধারা।
(a) আইনসভা (b) নির্বাচন কমিশন (c) বিচারবিভাগ (d) প্রধানমন্ত্রীর সচিবালয়।
উঃ (c) বিচারবিভাগ।
(a) ৪ বছর (b) ৫ বছর (c) ১০ বছর (d) ৬ বছর।
উঃ (d) ৬ বছর।
[xxiv] "ভারতীয় গণতন্ত্রের চারটি প্রধান স্তম্ভের মধ্যে দুর্বলতম স্তম্ভটি হলো নির্বাচন কমিশন"- এই মন্তব্যটি করেছেন
(a) কে ভি রাও (b) এস আর মাহেশ্বরী (c) দুর্গদাস বসু (d) ডি এন ব্যানার্জি।
উঃ (b) এস আর মাহেশ্বরী।
বিভাগ-খ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও [বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়] 1×16 = 16
[i] রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর- ইতালির দার্শনিক ম্যাকিয়াভেলি।
[ii] সিভিটাস কী?
উত্তর- রোমানরা রাষ্ট্রকে সিভিটাস বলতেন।
অথবা, "সোশ্যাল কন্ট্রাক্ট" গ্রন্থটি কার লেখা?
উত্তর- ফরাসি দার্শনিক রুশোর লেখা।
[iii] জনসমাজ বলতে কী বোঝো?
উত্তর- একটি নির্দিষ্ট ভূখন্ডে বসবাসকারী একইরকম জীবনযাত্রায় অভ্যস্ত জনগোষ্ঠীকে জনসমাজ বলা হয়।
অথবা, জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে প্রধান পার্থক্য কী?
উত্তর- জাতীয় জনসমাজ হল রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ। অপরদিকে, জাতি হল রাজনৈতিকভাবে সংগঠিত এবং বহিঃশাসন থেকে পুরোপুরি মুক্ত অথবা মুক্তিকামী একটি জনসমাজ।
[iv] "এক জাতি; এক রাষ্ট্র"- তত্ত্বটির একটি গুণ উল্লেখ করো।
উত্তর- এই তত্ত্ব আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
[v] কার মতানুসারে 'বংশগত কিংবা ভাষাগত ঐক্য নয়; বরং ভাবগত ঐক্যই জাতি সৃষ্টি করে'?
উত্তর- ফরাসি অধ্যাপক রেনাঁর মতে।
অথবা, রবীন্দ্রনাথ ঠাকুর 'বৈশ্যরাজকতন্ত্র' বলতে কী বুঝিয়েছেন?
উত্তর- সাম্রাজ্যবাদী ধনতান্ত্রিক সভ্যতাকে।
[vi] আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝো?
উত্তর- আন্তর্জাতিকতাবাদ হল সেই তত্ত্ব যা উগ্র জাতীয়তাবাদের বিপরীতে প্রতিটি ব্যক্তিকে 'বিশ্ব নাগরিক' হিসেবে ভাবতে শেখায়।
[vii] আইনের প্রাচীনতম উৎস কী?
উত্তর- আইনের প্রাচীনতম উৎস হল বিভিন্ন প্রথা, রীতিনীতি ইত্যাদি।
অথবা, আইনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর- আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে।
[viii] স্বাধীনতার একটি রক্ষাকবচ উল্লেখ করো।
উত্তর- স্বাধীনতার একটি অন্যতম রক্ষাকবচ হল আইনের অনুশাসন।
অথবা, ন্যায়কে 'সমন্বয়কারী ধারণা' বলে কে অভিহিত করেছেন?
উত্তর- রাষ্ট্রবিজ্ঞানী বার্কার।
[ix] পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো?
উত্তর- যে শাসনব্যবস্থায় জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনক্ষমতা প্রয়োগ করে থাকে, তাকে পরোক্ষ গণতন্ত্র বলা হয়।
[x] দলগত একনায়কতন্ত্রের অর্থ কী?
উত্তর- যে শাসনব্যবস্থায় রাষ্ট্রক্ষমতা একটিমাত্র দলের হাতে কেন্দ্রীভূত থাকে, তাকে দলগত একনায়কতন্ত্র বলা হয়।
[xi] ভারতের সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে?
উত্তর- ভারতের সংবিধানের ৫ থেকে ১১ নাম্বার ধারায় ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে।
অথবা, নাগরিক বলতে কী বোঝো?
উত্তর- কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এবং সেই রাষ্ট্রের প্রতি অনুগত ব্যক্তিকেই বলা হয় নাগরিক (Citizen)।
[xii] দ্বৈতনাগরিকতার সমস্যা সমাধানের যে কোনো একটি উপায় লেখো।
উত্তর- উক্ত ব্যক্তি যে দুটি রাষ্ট্রের নাগরিক সেই দুই রাষ্ট্রের মধ্যে যে কোনো একটিকে বেছে নিলে দ্বৈত নাগরিকতার অবসান ঘটবে।
[xiii] রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর- রাজনৈতিক দলগুলি গণতান্ত্রিক উপায়ে এবং বিধিসম্মতভাবে রাজনৈতিক ক্ষমতা অধিকারের চেষ্টা করে।
[xiv] রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে একটি পার্থক্য লেখো।
উত্তর- রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলি নির্বাচনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে না।
[xv] সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কী বোঝো?
উত্তর- দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিক যদি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করার অধিকার পায় তবে তাকে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলে।
[xvi] নির্বাচন কমিশনের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো।
উত্তর- নির্বাচন কমিশনের একটি অন্যতম সীমাবদ্ধতা হল এই যে, কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের সুপারিশ মানতে বাধ্য নয়।
অথবা, বর্তমানে ভারতের নির্বাচন কমিশনের কমিশনারের সংখ্যা কত?
উত্তর- বর্তমানে একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং দুজন অন্যান্য কমিশনার নিয়ে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছে।