Header Ads Widget

header ads

Ticker

6/recent/ticker-posts

XI- রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2021

WBCHSE Class 11 Political Science Suggestion


Political Science suggestion for WBCHSE Class Eleven Annual Examination 2021. The answers will be posted soon and the links to the answer will be given after each question.

রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২১

সাধারণত একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা একইসঙ্গে চলে এবং বেশিরভাগ বিষয়গুলির পরীক্ষা একইদিনে হয়। উচ্চমাধ্যমিকের পরীক্ষা চলে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর দুটোয় শুরু হয় একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা। একাদশ শ্রেণির পরীক্ষাগুলি নিজের নিজের স্কুলে দিতে হয় এবং উচ্চমাধ্যমিকের পরিক্ষার্থীরা নিকটবর্তী পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দেয়।

Class XI Political Science Suggestion 2021

কিন্তু এবছর উচ্চমাধ্যমিকের মতো একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নিয়েও এখনো কোনো সরকারি বিজ্ঞপ্তি বা নির্দেশিকা প্রকাশিত হয়নি। আবার, করোনা পরিস্থিতির কারণে এবছর স্কুল, কলেজ বন্ধ রয়েছে। এমতাবস্থায়, বোর্ডের পরীক্ষাগুলি যথাসময়ে হবে কি না, হলেও সিলেবাস একই থাকবে নাকি কমানো হতে পারে ইত্যাদি বিষয়ে প্রশ্নের অবকাশ রয়ে গেছে। যাইহোক, সময় তো থেমে নেই। পরীক্ষা তো একদিন দিতেই হবে। সেইজন্য ছাত্রছাত্রীদের অনুরোধে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাজেশন দেওয়া হল। তবে মনে রাখতে হবে- 

1) সাজেশন মাত্রই অনুমান নির্ভর। শুধুমাত্র সাজেশনের উপর নির্ভর করে পরীক্ষায় বসা ঠিক নয়, সম্পুর্ণ সিলেবাস অনুসরণ করা উচিত।

2) সম্পুর্ণ সিলেবাসের উপরেই সাজেশন দেওয়া হল। পরে সরকারিভাবে সিলেবাস কমানো হলে বা প্রশ্নের ধরণ পরিবর্তন করা হলে, এই সিলেবাসটি পরিবর্তন করা হবে। 

3) সিলেবাসে প্রশ্নের সংখ্যা একটু বেশি আছে, কারণ একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস বেশ বড়সড় এবং প্রতি অধ্যায় থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলি পরীক্ষায় আসতে পারে।

4) সাজেশনে মোট 33টি প্রশ্ন রয়েছে। এগুলির মধ্যে প্রথম 18 টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং পরেরগুলি কম গুরুত্বপূর্ণ।



Political Science Suggestion 2021
গ বিভাগ (রচনাধর্মী প্রশ্ন)
সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন
  1. রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করাে। [8] উত্তর- Click Here
  2. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদী তত্ত্বটি আলােচনা করো। [8] উত্তর- Click Here
  3. স্বাধীনতার সংজ্ঞার্থ নিরূপণ করাে এবং এর প্রকারভেদ আলোচনা করাে। [3+5] উত্তর- Click Here
  4. ন্যায়, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলােচনা করাে। [8] উত্তর- Click Here
  5. গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। [2+6] উত্তর- Click Here
  6. একনায়কতন্ত্রের দোষগুণ বিশ্লেষণ করাে। [4+4] উত্তর- Click Here
  7. গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য আলােচনা করাে। [8] উত্তর- Click Here
  8. ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলির বর্ণনা দাও। [8] উত্তর- Click Here
  9. তুমি কি মনে কর যে, ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয়, কিন্তু কার্যত এককেন্দ্রিক। তােমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। [8] উত্তর- Click Here
  10. এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের পার্থক্য নির্ণয় করো। [8] উত্তর- Click Here
  11. সংসদীয় বা মন্ত্রীপরিষদ শাসিত সরকার কাকে বলে? এই সরকারের বৈশিষ্ট্য আলােচনা করাে। [3+5] উত্তর- Click Here
  12. রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃতি ব্যাখ্যা করাে। [8] উত্তর- Click Here
  13. রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করাে। [8] উত্তর- Click Here
  14. নির্দেশমূলক নীতি বলতে কী বােঝ? সংক্ষেপে গুরুত্বপূর্ণ নির্দেশমূলক নীতিগুলি উল্লেখ করাে। [3+5] উত্তর- Click Here
  15. ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারটি আলােচনা করাে। [8] উত্তর- Click Here
  16. ভারতীয় সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটির (ধারা 32) উপর টীকা লেখাে। [8] উত্তর- Click Here
  17. ভারতের সংবিধানে উল্লেখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকারটি আলোচনা করো। [8] উত্তর- Click Here
কম গুরুত্বপূর্ণ প্রশ্ন
  1. রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞাগুলি আলােচনা করাে। [8] উত্তর- Click Here
  2. রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলােচনা করাে। [8] উত্তর- Click Here
  3. আইনের সংজ্ঞা দাও। আইনের বৈশিষ্ট্যগুলি কী কী? [2+6] উত্তর- Click Here
  4. আইনের প্রমূখ উৎসগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। [8] উত্তর- Click Here
  5. সাম্য ও ন্যায় এর মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করো। [8] উত্তর- Click Here
  6. অধিকার বলতে কী বোঝো? পৌর ও রাজনৈতিক অধিকারগুলি আলোচনা করো। [2+6] উত্তর- Click Here
  7. সংবিধান কাকে বলে? সংবিধানের শ্রেণিবিভাজন করাে। [3+5] উত্তর- Click Here
  8. লিখিত ও অলিখিত সংবিধানের প্রধান পার্থক্যগুলি আলােচনা করাে । সুপরিবর্তনীয় সংবিধানের গুণগুলি উল্লেখ করাে। [3+5] উত্তর- Click Here
  9. অলিখিত সংবিধান কী? অলিখিত সংবিধানের গুণ ও দোষগুলি আলোচনা করো। [3+5] উত্তর- Click Here
  10. ভারতীয় সংবিধান রচনার গণপরিষদের ভূমিকা বিশ্লেষণ করাে। [8] উত্তর- Click Here
  11. দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুনাগুন আলোচনা করো। [8] উত্তর- Click Here
  12. দুষ্পরিবর্তনীয় ও সুপরিবর্তনীয় সংবিধানের পার্থক্য নির্দেশ করাে। [8] উত্তর- Click Here
  13. ভারতের সংসদীয় ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা করো। [8] উত্তর- Click Here
  14. যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বােঝ? এর মূল বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে। [3+5] উত্তর- Click Here
  15. ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। [8] উত্তর- Click Here
'ক' ও 'খ' বিভাগ 
[অতিসংক্ষিপ্ত ও বহুবিকল্পধর্মী প্রশ্ন (MCQ & SAQ)]
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অতিসংক্ষিপ্ত ও বহুবিকল্পধর্মী (MCQ & SAQ) প্রশ্নে সম্পুর্ণ নাম্বার পেতে হলে নীচের লিঙ্কে ক্লিক করে মডেল প্র্যাকটিস সেটগুলি নিয়মিত পড়ো। বিগত বছরের প্রশ্নপত্র থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে মডেল সেটগুলি প্রস্তুত করা হয়েছে।