Header Ads Widget

header ads

Ticker

6/recent/ticker-posts

Pol Science First Semester (XI)

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার|| Class Eleven Pol Science 1st Semester 

2024 সালে উঃ মাঃ শিক্ষা সংসদ উচ্চমাধ্যমিক পরীক্ষার কাঠামো এবং পাঠ্যসূচিতে আমূল পরিবর্তন এনেছে। সেই অনুযায়ী উচ্চমাধ্যমিক পাঠক্রম মোট চারটি সেমিস্টারে বিন্যস্ত করা হয়েছে। প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হবে স্কুলে এবং প্রশ্নপত্র স্কুলেই তৈরি হবে। তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নেবে পঃ বঃ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং পরীক্ষাগুলিও নিজের স্কুল বাদে অন্য সেন্টারে হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রথম এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে এমসিকিউ (MCQ) ভিত্তিক, দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় থাকবে সংক্ষিপ্ত, ব্যাখ্যামূলক, রচনাধর্মী প্রশ্ন।

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পাঠ্যসূচি এবং নাম্বার বিভাজন|| Class 11 1st Semester Pol Science Syllabus and Marks Distribution

ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পাঠ্য একক ছটি। প্রথম তিনটি এককে রাষ্ট্রবিজ্ঞানের প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে এবং পরের তিনটি অধ্যায়ে ভারতের সংবিধান সম্পর্কে আলোচনা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেমিস্টারে কী কী অধ্যায় রয়েছে এবং কোন অধ্যায় থেকে কত নম্বর প্রশ্ন পরীক্ষায় আসবে।

একক বিষয় মান
1রাষ্ট্রবিজ্ঞান: প্রকৃতি ও পরিধি4
2রাষ্ট্র: সংজ্ঞা ও বৈশিষ্ট্য5
3নাগরিকতা7
4সংবিধান: সংজ্ঞা ও প্রকার6
5ভারতীয় সংবিধান রচনা ও দর্শন8
6ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যসমূহ10

নমুনা প্রশ্নপত্র ||Model Question

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারে থাকবে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ। তাই ছাত্রছাত্রীদের সুবিধার জন্য দশ সেট এমসিকিউ মক টেস্ট দেওয়া হল।  রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সিলেবাস এবং নাম্বার বিভাজন মেনে এই টেস্টগুলি প্রস্তুত করা হয়েছে। (শীঘ্রই দেওয়া হবে)।