দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানঃ চতুর্থ সেমিস্টার|| Class 12 Political Science 4th Semester
দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ সেমিস্টারের পরীক্ষাটি হল বর্তমান সেমিস্টার-ভিত্তিক পরীক্ষার চূড়ান্ত পর্যায়। চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র প্রস্তুত করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং পরীক্ষাও হবে অন্য স্কুলে। সর্বোপরি, এই পরীক্ষাতেও থাকছে দুই, চার এবং ছয় নাম্বারের প্রশ্ন।
![]() |
HS Pol Science 4th Semester |
পাঠ্যসূচি|| Syllabus
একক | বিষয় | মান |
---|---|---|
এক | আন্তর্জাতিক সম্পর্ক: ধারণা এবং তত্ত্ব | 8 |
দুই | বৃহৎ আঞ্চলিক সংগঠনসমূহ | 6 |
তিন | বিশ্বায়ন | 6 |
চার | সরকারের বিভিন্ন বিভাগ | 8 |
পাঁচ | সমকালীন ভারতে নাগরিক আন্দোলন | 6 |
ছয় | সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন | 6 |
নমুনা প্রশ্নপত্র|| Model Questions
উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষাটি ছাত্র-ছাত্রীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় যেহেতু সংক্ষিপ্ত, ব্যাখ্যামূলক এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে তাই ভালো নাম্বার পেতে হলে বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে। ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ সেমিস্টারের দশ সেট মডেল প্রশ্ন দেওয়া হল। (শীঘ্রই প্রকাশিত হবে)