নাগরিকতা:
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেমিস্টারের তৃতীয় অধ্যায়ে রয়েছে নাগরিকতা (Citizenship)। নাগরিকতার ধারণাটি রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি রাষ্ট্রের নাগরিক কারা অথবা কীভাবে নাগরিকতা অর্জন করা যায় এবং কীভাবে কোনো ব্যক্তির নাগরিকতা লোপ পেতে পারে- আলোচ্য অধ্যায়ে এইসব বিষয়ে আলোচনা করা হয়েছে।
নাগরিকতা- গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার:
ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য নাগরিকতা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরা হল। যেহেতু প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের উপর, তাই এই তথ্যগুলি জানা থাকলে নাগরিকতা অধ্যায় থেকে যেকোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে।