Political Science Short MCQ for Class 12
WBCHSE Class XII Political Science Short Question and MCQ with answers. For full marks in Higher Secondary Political Science, follow this Short and MCQ question answer sets. These short and multiple choice question have been collected from previous years HS question papers as well as Test papers.
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান
শর্ট এবং এমসিকিউ মডেল সেট- ১
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বহুবিকল্পধর্মী এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। বিগত বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবং টেস্ট পেপার থেকে প্রশ্নগুলি সংগ্রহ করা হয়েছে। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ।
সেট- 1
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : 1×24
=24
(i) ভারতীয় পার্লামেন্টের অংশগুলি হল-
(a)
লোকসভা ও রাজ্যসভা
(b) লোকসভা, রাজ্যসভা ও সুপ্রিম কোর্ট
(c) লোকসভা ও
বিধানসভা
(d) লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি।
উঃ (d) লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি।
(ii)
পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতগুলিতে কত শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে?
(a) 30 শতাংশ
(b) 33 শতাংশ
(c) 50 শতাংশ
(d) 51
শতাংশ। উঃ (c) 50 শতাংশ।
(iii) গ্রাম পঞ্চায়েতের
প্রথম সভা আহবান করেন
(a) প্রধান
(b) বিডিও
(c)
সভাপতি
(d) সভাধিপতি। উঃ (b) বিডিও।
(iv) পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়-
(a) কাউন্সিলর
(b) মেয়র
(c) সভাপতি
(d)
চেয়ারম্যান। উঃ (a) কাউন্সিলর।
(v) পঞ্চায়েত ব্যবস্থার .........স্তর হল জেলা পরিষদ।
(a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) চতুর্থ।
উঃ (c) তৃতীয়।
(vi) পঞ্চশীল চুক্তি সাক্ষরিত হয় কোন সালে?
(a) 1950 সালে
(b) 1945 সালে
(c) 1954 সালে
(d) 1991 সালে।
উঃ (c) 1954 সালে।
(vii) সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম এশীয় মহাসচিব
ছিলেন-
(a) ইউ থান্ট
(b) ট্রিগভি লি
(c) কোফি আন্নান
(d)
বান কি মুন। উঃ (a) ইউ থান্ট।
(viii) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা
হল-
(a) 10 (b) 15 (c) 20 (d) 25
উঃ (a) 10
(ix) সম্মিলিত
জাতিপুঞ্জের প্রধান অঙ্গ কটি?
(a) 5 টি (b) 6 টি (c) 7 টি (d) 8
টি।
উঃ (b) 6 টি।
(x) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্য সংখ্যা হল-
(a) 53 (b) 54 (c) 55 (d) 56
উঃ (b) 54
(xi) তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির
অস্তিত্ব রয়েছে-
(a) রাশিয়ায়
(b) ভারতে
(c) মার্কিন
যুক্তরাষ্ট্র
(d) চীনে। উঃ (c) মার্কিন যুক্তরাষ্ট্র।
(xii)
বহু পরিচালকবিশিষ্ট শাসনব্যবস্থার উদাহরণ হল-
(a) সুইজারল্যান্ড (b)
ফ্রান্স (c) ভারত(d) গ্রেট ব্রিটেন।
উঃ (a) সুইজারল্যান্ড।
(xiii)
“ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার।”—এ কথা
বলেছেন-
(a) মার্কস (b) গেটেল (c) বাকার (d) লর্ড ব্রাইস।
উঃ (d)
লর্ড ব্রাইস।
(xiv) রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত?
(a) 4 বছর
(b) 5 বছর (c) 6 বছর (d) 7 বছর।
উঃ (c) 6 বছর।
(xv) ভারতের কটি রাজ্যে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে?
(a) 5 (b) 6 (c)
7 (d) 8
উঃ (a) 5 টি।
(xvi) “ঠান্ডা লড়াই’ শব্দটি
কে জনপ্রিয় করে তোলেন?
(a) ওয়াল্টার লিপম্যান
(b) হ্যারি
টুম্যান
(c) উইনস্টন চার্চিল
(d) মিখাইল গর্বাচেভ। উঃ (a) ওয়াল্টার
লিপম্যান।
(xvii) কেন্দ্রীয় মন্ত্রীসভার নেতা হলেন-
(a) উপরাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) স্পিকার
(d) রাষ্ট্রপতি। উঃ (b) প্রধানমন্ত্রী।
(xviii) ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন-
(a) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(b) ড. সর্বপরি রাধাকৃয়ান
(c) ড. জাকির হােসেন
(d) রামনাথ কোবিন্দ। উঃ (a) ডঃ রাজেন্দ্র
প্রসাদ।
(xix) রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা হল-
(a) 530 জন
(b) 250 জন
(c) 552 জন
(d) 245 জন।
উঃ (d) 245 জন।
(xx) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?
(a) ডুমা
(b) পার্লামেন্ট
(c) কংগ্রেস
(d)
সংসদ। উঃ (c) কংগ্রেস।
(xxi) বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়-
(a) 1955 খ্রিস্টাব্দে
(b) 1958 খ্রিস্টাব্দে
(c)
1961 খ্রিস্টাব্দে
(d) 1965 খ্রিস্টাব্দে। উঃ (c) 1961 খ্রিস্টাব্দে।
(xxii) 'ওয়ারশ' চুক্তি গঠিত হয় কার উদ্যোগে?
(a) সেভিয়েত ইউনিয়ন
(b) মার্কিন যুক্তরাষ্ট্র
(c)
ব্রিটেন
(d) ফ্রান্স। উঃ (a) সেভিয়েত ইউনিয়ন ।
(xxiii) ভারত-পাক “সিমলা চুক্তি" সম্পাদিত হয়েছিল
কোন সালে?
(a) 1965 সালে
(b) 1972 সালে
(c) 1975 সালে
(d) 1978 সালে। উঃ (b) 1972 সালে।
(xxiv) সার্ক (SAARC)-এর প্রথম শীর্ষ সম্মেলন
অনুষ্ঠিত হয়।
(a) দিল্লিতে
(b) ইসলামাবাদে
(c)
ঢাকায়
(d) কলম্বােতে। উঃ (c) ঢাকায়।
2 নিম্নলিখিত প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি
লক্ষণীয়) : 1x16=16
i) NATO কথার পূর্ণ রূপ কী?
উঃ North
Atlantic Treaty Organization (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন)।
ii) জোট নিরপেক্ষ আন্দোলনের দু-জন মুখ্য প্রবক্তার
নাম করাে।
উঃ ভারতের প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ।
(iii) দ্বিমেরু বিশ্বের দুটি মেরু কী কী ছিল?
উঃ
দ্বিমেরু বিশ্বের দুটি মেরু ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন।
(iv) ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী?
উঃ
ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ হল জোট নিরপেক্ষতা।
অথবা, যে-কোনাে একটি পঞ্চশীল নীতি উল্লেখ করাে।
উঃ
একটি পঞ্চশীল নীতি হল অনাক্রমণ।
(v) সার্কের নবীনতম
সদস্য কোনটি?
উঃ সার্কের নবীনতম সদস্য হল আফগানিস্তান।
(vi) 'BRICS' -এর সদস্য দেশগুলি কী কী?
উঃ
BRICS হল পাঁচটি রাষ্ট্রের একটি সংগঠন। সদস্য রাষ্ট্রগুলি হল ব্রাজিল, রাশিয়া,
ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।
(vii) সম্মিলিত
জাতিপুঞ্জের পূর্বসূরী সংস্থাটির নাম কী?
উঃ সম্মিলিত জাতিপুঞ্জের
পূর্বসূরী সংস্থাটির নাম হল জাতিসংঘ বা লিগ অফ নেশন্স।
অথবা, 'অতলান্তিক সনদ' কত সালে স্বাক্ষরিত হয়?
উঃ
'অতলান্তিক সনদ' কত সালে স্বাক্ষরিত হয় 1941 সালে।
(viii) আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিগণ কীভাবে অবসর গ্রহণ করেন?
উঃ প্রতি তিন বছর অন্তর এক-তৃতীয়াংশ বিচারপতি (অর্থাৎ, ৫ জন) অবসর গ্রহণ করেন।
(ix) GATT-এর সম্পূর্ণ নাম কী?
উঃ General Agreement on Tariffs and Trade (জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড)।
(x) সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে?
উঃ সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
(xi) শাসন বিভাগের অস্থায়ী অংশ বলতে কী বোঝায়?
উঃ শাসন বিভাগের যে অংশ নির্বাচনে জয়ী হয়ে সীমিত মেয়াদের ভিত্তিতে শাসনকার্যে অংশগ্রহণ করে সেই অংশটিকে অস্থায়ী অংশ বলা হয়। মন্ত্রী পরিষদের সদস্যগণ শাসন বিভাগের অস্থায়ী বা রাজনৈতিক অংশের অন্তর্ভুক্ত।
(xii) 'অর্পিত ক্ষমতাপ্রসূত আইন'-এর সংজ্ঞা দাও।
উঃ আইনবিভাগ কর্তৃক অর্পিত ক্ষমতার ভিত্তিতে শাসনবিভাগ যে আইন রচনা করে তাকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে।
(xii) ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত করেন?
উঃ ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্য এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা দ্বারা নির্বাচিত হন।
অথবা, রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ কর।
উঃ রাজ্যপাল তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারেন।
(xiv) ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে প্রার্থীকে ন্যূনতম কত বছর বয়সী
হতে হয়?
উঃ ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে প্রার্থীকে ন্যূনতম 25 বছর বয়সী হতে হয়।
(xv) কত জনসংখ্যাবিশিষ্ট শহরে পৌর নিগম থাকে?
উঃ কমপক্ষে দশ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরে পৌর নিগম থাকে।
(xvi) জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে?
উঃ জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি।
অথবা, ভারতের প্রথম লোকপাল হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
উঃ ভারতের প্রথম লোকপাল হিসেবে নিযুক্ত হয়েছেন পিনাকী চন্দ্র ঘোষ।
MCQ SAQ Set