Political Science Short MCQ for Class 12
WBCHSE Class XII Political Science Short Question and MCQ with answers. For full marks in Higher Secondary Political Science, follow this Short and MCQ question answer sets. These short and multiple choice question have been collected from previous years HS question papers as well as Test papers.
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান
শর্ট এবং এমসিকিউ মডেল সেট- ৬
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বহুবিকল্পধর্মী এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। বিগত বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবং টেস্ট পেপার থেকে প্রশ্নগুলি সংগ্রহ করা হয়েছে। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ।
সেট- 6
1.সঠিক উত্তরটি নির্বাচন করো। 1×24 = 24 i) মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় .... সালে।
(a) 1945
(b) 1948
(c) 1949
(d) 1951 [উঃ (b) 1948 সালে।]
ii) রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল-
(a) 530
(b) 250
(c) 150
(d) 552 [উঃ (b) 250]
iii) "সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন' বলেছেন-
(a) অস্টিন
(b) গেটেল
(c) গুডরিচ
(d) সুম্যান। [উঃ (d) সুম্যান।]
iv) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতিবছর অবসর নেন?
(a) এক-তৃতীয়াংশ
(b) দুই-তৃতীয়াংশ
(c) অর্ধেক
(d) এদের কোনটিই নয়। [উঃ(a) এক-তৃতীয়াংশ]
v) "উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর"- বলেছেন
(a) ফাইনার
(b) লাস্কি
(c) হেগেল
(d) আবে সিঁয়ে।[ উঃ (d) আবে সিঁয়ে]
vi) আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে
(a) মার্কিন যুক্তরাষ্ট্রে
(b) ব্রিটেনে
(c) ভারতে
(d) ফ্রান্সে। [উঃ (b) ব্রিটেনে।]
vii) বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল
(a) গ্রেট ব্রিটেন
(b) ভারত
(c) ফ্রান্স
(d) সুইজারল্যান্ড। [উঃ (d) সুইজারল্যান্ড।]
viii) এদের মধ্যে প্রকৃত শাসক হলেন-
(a) ব্রিটেনের রাজা রানী
(b) ভারতের রাষ্ট্রপতি
(c) ভারতের প্রধানমন্ত্রী
(d) এদের কেউই নন।
[উঃ (c) ভারতের প্রধানমন্ত্রী।]
ix) বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয়
(a) 18 বছর
(b) 25 বছর
(c) 30 বছর
(d) 35 বছর। উঃ (b) 25 বছর।
x) কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে ...... এর কাছে।
(a) পার্লামেন্ট
(b) লোকসভা
(c) রাজ্যসভা
(d) সুপ্রিম কোর্ট। [উঃ (b) লোকসভা।]
xi) প্রতিটি গ্রাম পঞ্চায়েত ........ জন সদস্য নিয়ে গঠিত
(a) 5- 30
(b) 5- 10
(c) 10- 30
(d) 10- 20 [উঃ (a) 5- 30 জন।]
xii) জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন
(a) ভিডিও
(b) এসডিও
(c) ডিএম
(d) সভাধিপতি। [উঃ (c) ডিএম।]
xiii) কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর মেয়র নির্বাচিত হন।
(a) 5 বছরের জন্য
(b) 6 বছরের জন্য
(c) 3 বছরের জন্য
(d) 4 বছরের জন্য। [উঃ (a) 5 বছরের জন্য।]
xiv) G- 77 হল 77 টি উন্নয়নশীল রাষ্ট্রের জোট। এর জন্ম হয়
(a) 1964 সালে
(b) 1965 সালে
(c) 1966 সালে
(d) 1977 সালে। [উঃ (a) 1964 সালে।]
xv) "সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যাস্ত বিবৃতিই হলো পররাষ্ট্রনীতি" কথাটি বলেছেন-
(a) এফ এইচ হার্টম্যান
(b) জোসেফ ফ্রাঙ্কেল
(c) কে জে হলস্টি
(d) সি ভি ক্রাব। [উঃ (a) এফ এইচ হার্টম্যান।]
xvi) সার্কের সদর দপ্তর কোথায়?
(a) দিল্লি
(b) ঢাকা
(c) কাঠমান্ডু
(d) ইসলামাবাদ। [উঃ (c) কাঠমান্ডু।]
xvii) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?
(a) 3 (b) 4 (c) 5 (d) 6
[উঃ (a) 3 বছর]
xviii) জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ..... এর দ্বারা নির্বাচিত হন।
(a) সাধারণ সভা
(b) জাতিসংঘ
(c) আন্তর্জাতিক বিচারালয়
(d) অছি পরিষদ। [উঃ (a) সাধারণ সভা।]
xix) এককক্ষবাদের সমর্থক হলেন-
(a) ল্যাস্কি
(b) জে এস মিল
(c) লর্ড অ্যাক্টন
(d) লর্ড ব্রাইস।[ উঃ (a) ল্যাস্কি।]
xx) দ্বিকক্ষবাদ-এর সমর্থক হলেন-
(a) জে এস মিল
(b) হেগেল
(c) বার্কার
(d) ফাইনার। [উঃ (a) জে এস মিল।]
xxi) ভারতবর্ষে এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি-
(a) জাতীয় জরুরি অবস্থা
(b) রাজ্যে অচলাবস্থা জনিত জরুরি অবস্থা
(c) আর্থিক সংকটাবস্থা জনিত জরুরি অবস্থা
(d) অধ্যাদেশ
[উঃ (c) আর্থিক সংকটাবস্থা জনিত জরুরি অবস্থা।]
xxii) রাজ্যপালকে 'সোনার খাঁচায় বন্দি পাখি' বলেছেন-
(a) নেহেরু
(b) পাইলি
(c) সরোজিনী নাইডু
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
[উঃ (c) সরোজিনী নাইডু।]
xxiii) ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয় ....... সালে।
(a) 1970
(b) 1971
(c) 1972
(d) 1973 [উঃ (d) 1973 সালে।]
xxiv) কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয়-
(a) সদস্য
(b) কমিশনার
(c) মেয়র
(d) কাউন্সিলর। [উঃ (d) কাউন্সিলর।]
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও: 1× 16=16
i) কাকে "ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর" বলা হয়?
উত্তর- প্রধানমন্ত্রীকে "ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর" বলা হয়।
অথবা, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন?
উত্তর- ভারতের উপরাষ্ট্রপতির কাছে।ii) রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো।
উত্তর- তাঁকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, অন্তত 35 বছর বয়স্ক হতে হবে।
iii) ভেটো ক্ষমতা বলতে কী বোঝো?
উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য একটি বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে। এই ক্ষমতাবলে কোনো স্থায়ী সদস্যরাষ্ট্র যেকোনো প্রস্তাবে অসম্মতি জানালে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। স্থায়ী সদস্যরাষ্ট্রগুলোর এই বিশেষ ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলা হয়।
অথবা, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কী?
উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম সনদ বা চার্টার।
iv) সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত ?
উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।v) সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন?
উত্তর- বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
vi) NIEO কী?
উত্তর- New International Economic order (নিউ ইন্টার্নেশনাল ইকনোমিক অর্ডার)।
অথবা, SEATO কথার পূর্ণ রূপ কী?
উত্তর- South East Asian Treaty Organisation (সাউথ ইস্ট এসিয়ান ট্রিটি অর্গানাইজেশন।)
vii) ঠান্ডা যুদ্ধে গৃহীত যেকোনো দুটি পদ্ধতির নাম লেখ।
উত্তর- বাকযুদ্ধ (War of words), কূটনীতি (Dilpomacy), মর্যাদার লড়াই (Prestige War), ছায়া যুদ্ধ (Proxy war)।
অথবা, কিউবা সংকট কবে দেখা দিয়েছিল?
উঃ ১৯৬২ সালে কিউবা সংকট দেখা দিয়েছিল।
viii) SALT এর পুরো নাম কী?
উত্তর- Strategic Arms Limitation Talks (স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টকস বা ট্রিটি।)
অথবা, গ্লাসনস্ত কী?
উত্তর- সোভিয়েত রাশিয়া কর্তৃক গৃহীত বিশেষ একটি নীতি হল গ্লাসনস্ত। এর অর্থ হল মুক্তমনা (openness)। এর ফলে রাজনৈতিক ও সামাজিক বিষয়ে মুক্ত আলোচনার পথ অবারিত হয়েছিল।
ix) ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কী?
উত্তর- ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম পঞ্চায়েত সমিতি। এটি পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর।
অথবা, ওয়ার্ড কমিটি কী?
উত্তর- পৌরসভার অন্তর্গত ওয়ার্ডভিত্তিক কমিটিকে বলে ওয়ার্ড কমিটি। একটি ওয়ার্ড নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হলে সেই ওয়ার্ডের কাউন্সিলর হন কমিটির সভাপতি; একাধিক ওয়ার্ড নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হলে যেকোনো একজন কাউন্সিলর সেই কমিটির সভাপতি হন।
x) পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস লেখ।
উত্তর- 1) রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদান; 2) বিভিন্ন কর ও ফি বাবদ সংগৃহিত অর্থ।
অথবা, ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয়?
উত্তর- মহকুমাশাসককে ক্ষুদ্র জেলাশাসক বলা হয়।
xi) ন্যায় পঞ্চায়েত বলতে কী বােঝো?
উত্তর- বিচারকার্যের সঙ্গে যুক্ত পঞ্চায়েতকে ন্যায় পঞ্চায়েত বলা হয়।
অথবা, আমলাতন্ত্র বলতে কী বোঝো?
উত্তর- শাসনকার্যে নিযুক্ত স্থায়ী, অরাজনৈতিক প্রশাসকমন্ডলীকে বলা হয় আমলাতন্ত্র। (অন্যভাবে বললে, সরকারি উচ্চপদস্থ কর্মীদের আমলা বলা হয়। প্রশাসনিক কাজকর্মে আমলাদের অংশগ্রহণকে সম্মিলিতভাবে আমলাতন্ত্র বলা হয়।)
xii) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখাে।
উত্তর- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) , খাদ্য এবং কৃষি সংস্থা (FAO)।xiii) সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী?
উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তার নীতি হল বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে সমবেত হওয়া।
অথবা, অছি পরিষদের একটি কাজ লেখ।
উত্তর- অছি অঞ্চল পরিদর্শন করা।
xiv) UNESCO কথাটির পূর্ণ রূপ কী?
উত্তর- UNESCO পুরো কথাটি হল- United Nations Educational, Scientific and Cultural Organization.
xv) কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন?
উত্তর- নিকিতা ক্রুশ্চেভ শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন।
অথবা, কটি সদস্য রাষ্ট্র নিয়ে SAARC গঠিত হয়েছিল?
উত্তর- সাতটি সদস্য রাষ্ট্র নিয়ে SAARC গঠিত হয়েছিল।
xvi) দ্বিমেরুকরণ কাকে বলে?
উত্তর- বিশ্বরাজনীতি পরস্পর বিবদমান দুটি শিবিরে বিভক্ত হওয়াকেই বলে দ্বিমেরুকরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভব হয়েছিল।
অথবা, সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল?
উত্তর- কাশ্মীর সমস্যা সমাধানের জন্য সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল।
Pol Science Short MCQ