Political Science Short MCQ for Class 12
WBCHSE Class XII Political Science Short Question and MCQ with answers. For full marks in Higher Secondary Political Science, follow this Short and MCQ question answer sets. These short and multiple choice question have been collected from previous years HS question papers as well as Test papers.
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান
শর্ট এবং এমসিকিউ মডেল সেট- ৫
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও। 1×24 = 24
[i] কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল
(a) 144
(b) 162
(c) 135
(d) 152 [উঃ- (a) 144]
[ii] পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়
(a) 1975 সালে
(b) 1977 সালে
(c) 1978 সালে
(d) 1980 সালে। [উঃ- (c) 1978 সালে।]
[iii] পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়
(a) 1986 সালে
(b) 1987 সালে
(c) 2003 সালে
(d) 2005 সালে। [উঃ (b) 1987 সালে।]
[iv] “পার্লামেন্ট হল খেলার বিষয়”বলেছেন-
(a) বেনিটো মুসােলিনি
(b) হিটলার
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) স্তালিন। [উঃ (a) বেনিটো মুসােলিনি।]
[v] "ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যেকোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী" কে বলেছেন?
(a) এ কে আয়ার
(b) পি এন ভগবতী
(c) ডি ডি বসু
(d) ডঃ বি আর আম্বেদকর। [উঃ (a) এ কে আয়ার।]
[vi] পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন
(a) প্রধানমন্ত্রী
(b) উপরাষ্ট্রপতি
(c) স্পিকার
(d) রাজ্যপাল। [উঃ- (c) স্পিকার।]
[vii] ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন-
(a) ড. রাজেন্দ্র প্রসাদ
(b) ড. সর্বপল্লি রাধাকৃষ্ণান
(c) ড. জাকির হােসেন
(d) রামনাথ কোবিন্দ। [উঃ (b) ড. সর্বপল্লি রাধাকৃষ্ণান।]
[viii] আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল
(a) 9 বছর
(b) 7 বছর
(c) 5 বছর
(d) 2 বছর। [উঃ- (a) 9 বছর।]
[ix] সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়
(a) 1944 সালে
(b) 1945 সালে
(c) 1948 সালে
(d) 2000 সালে। [উঃ (b) 1945 সালে।]
[x] 1991 সালে ভারতে ..... প্রধানমন্ত্রীত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে।
(a) ইন্দিরা গান্ধী
(b) লাল বাহাদুর শাস্ত্রী
(c) নরসিমা রাও
(d) মনমোহন সিং। [উঃ (c) নরসিমা রাও]
[xi] ঠান্ডা লড়াইয়ের অবসান হয়েছিল
(a) 1980 সালে
(b) 1995 সালে
(c) 1991 সালে
(d) 1993 সালে। [উঃ (c) 1991 সালে।]
[xii] ঠান্ডা যুদ্ধকে 'গরম শান্তি' বলে বর্ণনা করেছেন
(a) ফ্রিডম্যান
(b) রেমন্ড
(c) ফ্র্যাঙ্কেল
(d) বার্নেট। [উঃ (d) বার্নেট।]
[xiii] ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়
(a) গ্রাম পঞ্চায়েতের দ্বারা
(b) পৌরসভার দ্বারা
(c) রাজ্য সরকার দ্বারা
(d) গ্রামসভার দ্বারা। [উঃ (b) পৌরসভার দ্বারা]
[xiv] পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন
(a) প্রধান
(b) সভাপতি
(c) সভাধিপতি
(d) বি. ডি. ও। [উঃ (b) সভাপতি।]
[xv] কোন ধারাবলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে?
(a) 32 নং ধারা
(b) 226 নং ধারা
(c) 51 নং ধারা
(d) 326 নং ধারা। [উঃ (b) 226 নং ধারা।]
[xvi] সুপ্রিমকোর্টের আছে
(a) মূল এলাকা
(b) আপিল এলাকা
(c) পরামর্শদান এলাকা
(d) মূল, আপিল ও পরামর্শদান এলাকা।
[উঃ (d) মূল, আপিল ও পরামর্শদান এলাকা। [সুপ্রিম কোর্টের এক্তিয়ার বা এলাকাগুলি হল- মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা এবং আদেশ-নির্দেশ ও লেখদান করার এলাকা।]
[xvii] হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল
(a) 65 বছর
(b) 60 বছর
(c) 62 বছর
(d) 70 বছর। [উঃ (c) 62 বছর।]
[xviii] রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল-
(a) বিধানসভা
(b) বিধান পরিষদ
(c) লােকসভা
(d) রাজ্যসভা। [উঃ (b) বিধান পরিষদ।]
[xix] রাজ্যসভায় সভাপতিত্ব করেন
(a) রাষ্ট্রপতি
(b) উপরাষ্ট্রপতি
(c) স্পিকার
(d) প্রধানমন্ত্রী। [উঃ (b) উপরাষ্ট্রপতি।]
[xx] নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল
(a) 2 বছর
(b) 3 বছর
(c) 4 বছর
(d) 5 বছর। [উঃ (a) 2 বছর।]
[xxi] ভারত জাতিপুঞ্জের সদস্য পদ গ্রহণ করেছিল-
(a) 1960 সালে
(b) 1955 সালে
(c) 1950 সালে
(d) 1945 সালে। [উঃ (d) 1945 সালে।]
[xxii] ভারত-চীন সীমানা বিরোধ হয়
(a) 1962 সালে
(b) 1967 সালে
(c) 1960 সালে
(d) 2017 সালে। [উঃ (a) 1962 সালে।]
[xxiii] নিরাপত্তা পরিষদের মােট সদস্য সংখ্যা হল-
(a) 10
(b) 15
(c) 20
(d) 25 [উঃ (b) 15 (স্থায়ী 5, অস্থায়ী 10)।]
[xxiv] ন্যাটো (NATO) গঠিত হয়
(a) 4 এপ্রিল, 1943
(b) 4 এপ্রিল, 1944
(c) 4 এপ্রিল, 1945
(d) 4 এপ্রিল, 1949 [উঃ (d) 4 এপ্রিল, 1949]
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও [বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়] 1×16 = 16
[i] জেলা পরিষদের আয়ের দুটি উৎস লেখ।
উত্তর- ১) রোড ট্যাক্স বা পথ কর, ২) রাজ্য সরকারের দেওয়া অনুদান।
[ii] 1992 সালের কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সাথে জড়িত?
উত্তর- 73 তম সংবিধান সংশোধনী আইন।
অথবা, সপারিষদ মেয়রের মোট সদস্যসংখ্যা কত?
উত্তর- সপারিষদ মেয়রের মোট সদস্যসংখ্যা বারো (12)।
[iii] লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর- লোক আদালত প্রথম স্থাপিত হয়েছিল দিল্লিতে।
[iv] বিচারবিভাগীয় অতিসক্রিয়তা বলতে কী বোঝো?
উত্তর- মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে বিচার বিভাগের অপ্রথাগত ভূমিকা পালন করাই হল বিচার বিভাগীয় অতি সক্রিয়তা।
অথবা, 'পরমাদেশ' কথার অর্থ কী?
উত্তর- পরমাদেশ বা Mandamus কথার অর্থ হল "আমরা আদেশ করছি" (We order)।
[v] "সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য" বলে কাকে অভিহিত করা হয়?
উত্তর- সংসদীয় শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রীকে "সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য" বলেঅভিহিত করা হয়।
[vi] ভারতের প্রধানমন্ত্রীর যে-কোনাে দুটি ক্ষমতা উল্লেখ করাে।
উত্তর- 1) রাষ্ট্রপতিকে পরামর্শদান করেন, 2) পররাষ্ট্রনীতি রচনা করেন।
[vii] সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যেকোনো একটি নীতি উল্লেখ করো।
উত্তর- সব জাতীয় রাষ্ট্রের মর্যাদা সমান এবং প্রত্যেক সদস্য রাষ্ট্রের সার্বভৌম শক্তির প্রতি জাতিপুঞ্জের সম্মতি আছে।
[viii] সম্মিলিত জাতিপুঞ্জের 193 তম সদস্য রাষ্ট্রের নাম কী?
উত্তর- দক্ষিণ সুদান হল সম্মিলিত জাতিপুঞ্জের 193 তম সদস্যরাষ্ট্র।
[ix] বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর- বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর কার্যালয় জেনেভাতে অবস্থিত।
[x] নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম উল্লেখ করো।
উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন।
অথবা, নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করাে।
উত্তর- নিরাপত্তা পরিষদের কোনো নিজস্ব স্থায়ী সৈন্যবাহিনী নেই।
[xi] সার্কের সদস্য রাষ্ট্রগুলির নাম লেখ।
উত্তর- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান।
[xii] বান্দুং সম্মেলনে কতগুলি রাষ্ট্র অংশ নিয়েছিল?
উত্তর- মোট ২৯ টি রাষ্ট্র বান্দুং সম্মেলনে অংশ নিয়েছিল।
[xiii] ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 সালে শ্রীলঙ্কা সরকারের সাথে শান্তি স্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেন?
উত্তর- ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।
[xiv] 'পেরেস্ট্রোইকা' কী?
উত্তর- অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের একটি প্রক্রিয়া।
[xv] MEDO পুরো কথাটি কী?
উত্তর- Middle East Defence Organisation
[xvi] কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়?
উত্তর- পটসডাম সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়।
অথবা, ট্রুম্যান নীতি কী?
উত্তর- সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক এবং ভৌগোলিক আগ্রাসন রোধ করার উদ্দেশ্যে গৃহীত মার্কিন বিদেশনীতি হল ট্রুম্যান নীতি। মার্কিন রাষ্ট্রপতি হ্যারি এস. ট্রুম্যানের নাম অনুসারে এই নীতির নামকরণ হয়েছিল।