Header Ads Widget

header ads

Ticker

6/recent/ticker-posts

উঃ মাঃ রাষ্ট্রবিজ্ঞান শর্ট MCQ সেট- 2

Political Science Short MCQ for Class 12

WBCHSE Class XII Political Science Short Question and MCQ with answers. For full marks in Higher Secondary Political Science, follow this Short and MCQ question answer sets. These short and multiple choice question have been collected from previous years HS question papers as well as Test papers.

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 

শর্ট এবং এমসিকিউ মডেল সেট- ২

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বহুবিকল্পধর্মী এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। বিগত বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবং টেস্ট পেপার থেকে প্রশ্নগুলি সংগ্রহ করা হয়েছে। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ।


সেট-2

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে: 1x24=24

(i) 'ঠাণ্ডা লড়াই’ শব্দটি প্রথম প্রয়ােগ করেন
(a) বার্নার্ড বারুচ 
(b) টুম্যান
(c) চার্চিল
(d) গর্বাচেভ। [উঃ (a) বার্নার্ড বারুচ]

(ii) পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়-
(a) ভারত ও বাংলাদেশের 
(b) ভারত ও ভুটানের মধ্যে
(c) ভারত ও রাশিয়ার মধ্যে 
(d) ভারত ও চিনের মধ্যে। [উঃ(d) ভারত ও চিনের মধ্যে।]

(iii) বর্তমানে সার্ক’-এর সদস্যসংখ্যা হল-
(a) 7 (b) ৪ (c) 9 (d) 10 [উঃ- (b) ৪]

(iv) সার্ক’-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-
(a) ঢাকায় (b) কলম্বােতে (c) দিল্লিতে(d) ইসলামাবাদে।
[উঃ (a) ঢাকায়।]

(v) নিরাপত্তা পরিষদের স্থায়ি সদস্য নয়-
(a) চীন (b) ভারত (c) আমেরিকা (d) ইংল্যান্ড [উঃ (b) ভারত।]

(vi) সাধারণ সভায় বৃহৎ সদস্য রাষ্ট্রগুলির কটি ভোট দেওয়ার ক্ষমতা রয়েছে?
(a) একটি (b) দুটি (c) তিনটি (d) ভোটাধিকার থাকে না।
[উঃ (a) একটি। মনে রাখতে হবে, জাতিপুঞ্জের ক্ষুদ্র-বৃহৎ সকল সদস্যরাষ্ট্রের একটি করে ভোটাধিকার রয়েছে।]

(vii) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হল-
(a) লােকসভা 
(b) রাজ্যসভা 
(c) সেনেট
(d) জনপ্রতিনিধি সভা [উঃ (c) সেনেট]

(viii) এককক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হল-
(a) গ্রেট ব্রিটেন 
(b) চিন
(c) ভারত
(d) মার্কিন যুক্তরাষ্ট্র। [উঃ (b) চিন।]

(ix) উদারনৈতিক গনতান্ত্রিক ব্যবস্থায় বিচারপতিদের নিরপেক্ষতাকে 'আধা-অলীক কাহিনি' বলেছেন-
(a) অ্যালান বল
(b) ফ্রাংকলিন
(c) গেটেল
(d) মার্কস। [উঃ (a) অ্যালান বল।]

(x) লােকসভার সর্বাধিক সদস্যসংখ্যা হল-
(a) 530 (b) 545 (c) 550 (d) 552
[উঃ (d) 552]

(xi) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়-
(a) 1947 খ্রিস্টাব্দে 
(b) 1973 খ্রিস্টাব্দে 
(c) 1977 খ্রিস্টাব্দে 
(d) 1982 খ্রিস্টাব্দে। [উঃ (b) 1973 খ্রিস্টাব্দে ।]

(xii) কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন-
(a) সপারিষদ মেয়র 
(b) মেয়র
(c) ডেপুটি মেয়র 
(d) মন্ত্রী। [উঃ (b) মেয়র।]

(xiii) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়-
(a) 1919 খ্রিস্টাব্দে 
(b) 1920 খ্রিস্টাব্দে 
(c) 1939 খ্রিস্টাব্দে 
(d) 1945 খ্রিস্টাব্দে। [উঃ (c) 1939 খ্রিস্টাব্দে।]

(xiv) জোটনিরপেক্ষ আন্দোলনের জনক হলেন-
(a) ইন্দিরা গান্ধি 
(b) সুকর্ন
(c) মার্শাল টিটো
(d) জওহরলাল নেহরু। [উঃ (d) জওহরলাল নেহরু।]

(xv) 'ন্যাটো' গঠিত হয় কার উদ্যোগে।।
(a) মার্কিন যুক্তরাষ্ট্রের 
(b) সােভিয়েত ইউনিয়নের 
(c) ব্রিটেনের
(d) ভারতের। [উঃ (a) মার্কিন যুক্তরাষ্ট্রের।]

(xvi) ভারতে কবে প্রথমবার সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
(a) 1985 খ্রিস্টাব্দে
(b) 1986 খ্রিস্টাব্দে
(c) 1987 খ্রিস্টাব্দে
(d) 1988 খ্রিস্টাব্দে। [উঃ (b) 1986 খ্রিস্টাব্দে। এটি ছিল সার্কের দ্বিতীয় শীর্ষ সম্মেলন, ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল।]

(xvii) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা হল-
(a) 4 (b) 5 (d) 6 (d) 7 [উঃ (b) 5]

(xviii) ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র
(a) সাধারণ সভার
(b) আন্তর্জাতিক আদালতের
(c) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের
(d) অছি পরিষদের।
[উঃ (c) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের।]

(xix) "স্পিরিট অব দ্য লজ" গ্রন্থটির রচয়িতা কে?
(a) মার্কস (d) হেগেল (c) হবস (d) মন্তেস্কু
[উঃ (d) মন্তেস্কু।]

(xx) ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হল-
(a) লর্ডসভা 
(b) কমন্সসভা 
(c) সেনেট 
(d) লােকসভা। [উঃ (b) কমন্সসভা।]

(xxi) উত্তরাধিকার সূত্রে মনােনীত শাসক দেখা যায়-
(a) পাকিস্তানে
(b) বাংলাদেশে
(c) গ্রেট ব্রিটেনে
(d) ভারতে। [উঃ (c) গ্রেট ব্রিটেনে।]

(xxii) ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন-
(a) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
(b) লােকসভার স্পিকার
(c) রাষ্ট্রপতি
(d) উপরাষ্ট্রপতি। [উঃ (c) রাষ্ট্রপতি।]

(xxiii) ভারতের সংসদীয় ব্যবস্থায় 'জিরো আওয়ার' হল-
(a) সরকারি কর্মসুচির পরে 
(b) বেসরকারি কর্মসুচির আগে 
(c) বেসরকারী কর্মসুচি ও সরকারি কর্মসুচির মাঝখানে
(d) বিকেল পাঁচটার পর। 
[উঃ (c) বেসরকারী কর্মসুচি ও সরকারি কর্মসুচির মাঝখানে।]

(xxiv) কোন ভাইসরয় ভারতে পৌর শাসনব্যবস্থার প্রচলন করেন?
(a) লর্ড ডালহৌসি (b) লর্ড কার্জন (c) লর্ড রিপন (d) লর্ড লিটন। 
[উঃ (c) লর্ড রিপন।]

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 x 16=16

(i) বরাে কমিটি কীভাবে গঠিত হয়?
উত্তর- তিন লক্ষ বা তার বেশি জনসংখ্যাবিশিষ্ট পৌরসভায় বরো কমিটি থাকে। উক্ত পৌরসভার ওয়ার্ডগুলিকে পাঁচটি বরোতে ভাগ করা হয়। ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বরো কমিটি গঠিত হয়।

(ii) ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে-কোনাে দুটি লেখ'-এর নাম উল্লেখ করাে।
উত্তর- 1) বন্দী প্রত্যক্ষীকরণ এবং 2) পরমাদেশ।

(iii) 'জিরাে আওয়ার' কাকে বলে?
উত্তর- পার্লামেন্ট বা রাজ্য আইনসভার অধিবেশনের প্রথম পর্ব বা বেসরকারি কার্যক্রম এবং দ্বিতীয় পর্ব বা সরকারী কার্যক্রমের মধ্যবর্তী সময়কালকে বলা হয় জিরো আওয়ার। বস্তুত, এর জন্য কোনো সময় বরাদ্দ থাকে না বলে এর নাম জিরো আওয়ার।

অথবা, ছাঁটাই প্রস্তাব কত প্রকার?
উত্তর- ছাঁটাই প্রস্তাব তিন প্রকার- 1) ব্যয়-সংক্ষেপ সম্পর্কিত, 2) নীতি ভিত্তিক এবং 3) প্রতীকী ছাঁটাই প্রস্তাব।

(iv) ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে-কোনাে একটি স্বেচ্ছাধীন ক্ষমতার উল্লেখ করে।
উত্তর- রাজ্যপাল তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারেন।

অথবা, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়ােগ করেন ?
উত্তর- ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল।

(v) ভারতের প্রধানমন্ত্রীর যে-কোনাে একটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করাে।
উত্তর- ভারতের প্রধানমন্ত্রীর সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি হলো রাষ্ট্রপতিকে তার কার্যসম্পাদনে সহায়তা করা এবং পরামর্শ দেওয়া।

(vi) ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কীভাবে অপসারিত হন?
উত্তর- ভারতীয় সংবিধানের 61 নম্বর ধারা অনুসারে, সংবিধানভঙ্গের অপরাধে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতি অপসারিত হন। তবে, অপসারণসংক্রান্ত প্রস্তাবটি পার্লামেন্টের উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্য কর্তৃক সমর্থিত হতে হয়।

অথবা, ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন।
উত্তর- পার্লামেন্টের উভয়কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচকমণ্ডলীর দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের দ্বারা ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন।

(vii) বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতির উল্লেখ করাে।
উত্তর- 1) বিচারবিভাগকে আইন ও শাসন বিভাগের প্রভাবমুক্ত করা; 2) বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব নিশ্চিত করা।

(viii) স্থায়ী প্রশাসক বলতে কী বােঝাে?
উত্তর- প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্বারা নিযুক্ত উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয়।

(ix) এককক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও।
উত্তর- এককক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি হল- এইরূপ আইনসভায় সুচিন্তিত আইন প্রণয়ন সম্ভব হয় না।

(x) গান্ধিজির অহিংস নীতির দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর- 1) গান্ধীজির অহিংস নীতি হলো ইতিবাচক; 2) অহিংসা মানে নিষ্ক্রিয়তা নয়।

অথবা, গান্ধিজির সত্যাগ্রহ নীতির দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর- 1) সত্যাগ্রহের পথ এবং পদ্ধতি অহিংস; 2) সত্যাগ্রহে দুর্বলতার কোনো স্থান নেই।

(xi) মার্কসবাদের যে-কোনাে দুটি উৎসের উল্লেখ করাে।
উত্তর- 1) জার্মান ভাববাদী দর্শন; 2) ব্রিটিশ অর্থশাস্ত্র।

অথবা, দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে-কোনাে দুটি সূত্রের উল্লেখ করাে।
উত্তর- 1) পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন; 2) নেতির নেতিকরণ।

(xii) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখাে।
উত্তর- আন্তর্জাতিক শ্রমিক সংস্থা।

(xiii) ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্যের উল্লেখ করাে।
উত্তর- ভারতের পররাষ্ট্রনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো জোট নিরপেক্ষতা।

(xiv) জাতীয় ক্ষমতা বলতে কী বােঝায়?
উত্তর- আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় জাতীয় ক্ষমতা বলতে বোঝায় এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের আচরণ নিয়ন্ত্রণ করার সামর্থ্য।

অথবা, জাতীয় স্বার্থ বলতে কী বােঝায়?
উত্তর- এককথায় জাতীয় স্বার্থ বলতে জাতির সেই সমস্ত লক্ষ্য ও আশা-আকাঙ্ক্ষার সমষ্টিকে বোঝায় যেগুলি পূরণ করার জন্য রাষ্ট্র সচেষ্ট থাকে।

(xv) সুয়েজ সংকট কবে দেখা দেয়?
উত্তর- সুয়েজ সংকট দেখা দেয় 1956 সালে। 

(xvi) বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করাে।
উত্তর- বর্তমান একমেরু-বিশ্বে শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে জোট নিরপেক্ষ আন্দোলনের বিশেষ ভূমিকা আছে।
1 2 3 4 5 6